২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা/ কাঁচরাবাড়া/ ৪থা অক্টোবর: দুর্নীতির এই শহর কাঁচরাপাড়া তে ভালো মানুষ ও বাস করেন। তাই দেখা গেলো পুজোর প্রাক্কালে সর্বত্রই কয়েকটি সংস্থা বা মানুষ এবং কোথাও কোথাও রাজনৈতিক দলের তরফে ভাবনা গরীব বা দুস্থ দের জন্য।
আজ সেই ক্রমে কাঁচরাপাড়া গান্ধীমোড় নিকট অবস্থিত “গোধুলি আবাসন সোসাইটি” দ্বারা পরিচালিত দুর্গাপুজোর মণ্ডপে প্রায় ২০০ গরীবের হাতে তুলে দেউয়া হোলো নতুন জামাকাপড়।
সাধারণতঃ সোনা যেতো এই আবাসনে প্রত্যেক বাসিন্দা ই রয়েছেন সমৃদ ও সচেতন এবং কয়েক বছর ধরে লাগাতাার চলে আসা আজ তাহাদের এই প্রয়াস তা সত্য প্রমান করলো।
আজ এই আবাসনের বাসিন্দা ও বিজপুর থানার আই.সি. কৃষ্ণেন্দু ঘোষ এর হাতে দিয়ে বস্ত্র বিতরণ করা হোলো।
এই দিন আবাসনের পুজো কমিটির তরফে সমস্ত মহিলাদের সাথে সাথে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের মধ্যে : অপুর্ব বিশ্বাস, পরমজিৎ সিং, পুলক সেন, সুবোধ মিশ্র, নিহার দে, তারক দে, হিতেন রায়, বাচ্চু চ্যাটার্জি, পার্থ মণ্ডল, দেবনন্দন দেব, দিলীপ হালদার।