কয়লা হাজার ধুলেও ময়লা যায় না- বললেন সৌমেন মিত্র

0
396

কয়লা হাজার ধুলেও ময়লা যায় না- বললেন সৌমেন মিত্র।

  1.     সংবাদদাতা : সত্য জীত দুবে  … দিলীপ ঘোষ কে কালো কয়লার সাথে তুলনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র।  সাঁতরাগাছি পাবলিক লাইব্রেরি তে এসে হাওড়া জেলা কংগ্রেসের অনুষ্ঠানে এসে এভাবেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
    সম্প্রতি রাজ্যে খড়্গপুরের উপনির্বাচন নিয়ে দিলীপ ঘোষ বলেন, যারা জোর করে সেখানে ভোট করাতে আসবেন তারা যেন নিজেদের নামে এল এই সি করিয়ে আসেন। তারা আসবে কিন্তু খাটে করে যাবেন। বিজেপির রাজ্য সভাপতি এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন উনি বরাবরই অসাংবিধানিক কথাবার্তা বলেন। ওই কথার কোনো মূল্য নেই। কয়লাকে যতই ধোয়া হোক তা ময়লাই থাকে। হাজার ধুলেও কালোই থাকে। এইসব কথা হাস্যকর বলেই তিনি দাবি করেন।
    সাম্প্রতিক কংগ্রেস ও সি পি এমের জোট প্রসঙ্গে তিনি বলেন এই জোট আগামী বিধানসভা অব্দি চলবে।
    বাইট..১..সৌমেন মিত্র(রাজ্য সভাপতি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 + = 51