২৪ ঘন্টা লাইভ /বিজপুর/১৭: প্রথমত আশ্চর্য যে গোড্সের আদর্শ কে সম্মান করে থাকা দল বিজেপি করছে গান্ধীর নামে কর্মসূচি। তবে দেখা গেলো যে সেই কার্যক্রমে ‘গান্ধী’ নাম হলেও তাদের সেই ব্যানার বা ট্যাবলো তে বাদ রয়েছে গান্ধীজী র ছবি।

অনেকেই তৃণমূল বা সিপিএম ছেড়ে এসেছেন বিজেপি তে। কেউ লোকসভার আগে আর কেউ পরে। তবে এটা ঠিক যারা লোকসভা নির্বাচনের আগে বিজেপি তে যোগদান করেছিলেন তারা সেই নির্বাচনে অনেক বেশী ঝুঁকি নিয়ে কাজ করেছেন।

২৩ এ মে, ফলাফল আসার পর বিজপুরে দুই পৌরসভা চেয়ারম্যান সহ হাজার হাজার তৃনমুলিরা বিজেপি তে যোগদান করেছিলেন।

আর সুবোধ অধিকারীর তৃণমূলে ফিরে যাওয়ার পর একে একে প্রায় সবাই ফিরে গেলেন। বিশেষ করে যারা ফ্লাইটে চড়ে শুভ্রাংশু-মুকুলের সাথে দিল্লী গিয়েছিলে, কয়েক জন ছাড়া বাকি সব কে ট্রেনে করে তৃণমূল ভবনে উপস্থিত করিয়ে নিজের দক্ষতা প্রমাণ করলেন সুবোধ।

এমন কি বর্তমানে পুরোনো প্রকৃত বিজেপি কর্মীদের কে ও আকর্ষিত করতে সক্ষম হয়েছেন তিনি।
তবে ১৫ অক্টোবর ঘটনা কি বোঝায়? বর্তমানে শুভ্রাংশু রায় জায়গা পেয়েছেন রাজ্য যুবকমিটী তে। কিংতু তাতে কি কোনো লাভ হয়েছে দলের? কারণ দেখা যাচ্ছে যে শয়ে শয়ে সংখ্যায় এখন ও বিজেপির যুবো রা দেশত্যাগ করছেন। কারণ হলো নেতৃত্ব দের মধ্যে কিং বা তাদের পরিকল্পনা তে কোথাও না কোথাও ঘাটতি রয়েছে।