দশমীর ভোর-রাতে, হত্যা হলেন বন্ধুর হাতে

0
966

২৪ ঘন্টা লাইভ / বিজপুর /৯ অক্টোবর:  দেখতে দেখতে প্রত্যেক বছরের ন্যায় এই বছর ও মাস এসে ফিরে গেলেন কৈলাশে। আর যখন আমরা অসুর সক্তির নাষের শুভেচ্ছা গ্যাপণ করতে ব্যস্ত, ঠিক তখনই এক অশুভ ঘটনা ঘটে গিয়েছিলো হালিশহরে।

এই ঘটনা হোলো মঙলবার ভোর প্রায় ২:৩০ নাগাদ পানবস্তির প্রমোদনগর এলাকায় রাজু কুর্মি নামে এক যুবককে গুলি করা হয় যাতে তার মৃত্যু ঘটে এবং সেই গুুুুলি রাজুর সরির থেকে বেরিয়ে সেইখানেই থাকা আর এক যুবক পল্টু কর্মকার কে লাগে যার যেরে গুরুতর ভাবে আহত হয় পল্টু।

এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হোলো এই পল্টু, সে জানায় যে রাজু কে হত্যা করে কানা পিন্টু নামের এক দুষ্কৃতি এবং তারা ঘটনা ঘটানোর পর তারা নিজেদের বাইক নিয়ে চম্পত হয়। আর রাজু কে হাসপাতালে নিয়ে গেলেই তাকে মৃত বলে ঘোষণা করলো হাসপাতাল।

যানা গিয়েছে এই ঘটনার সময় ‘কানা পিন্টুর’ সঙ্গী ছিলো বাবু, সান্তনু, শিবু, নাটা বান্টি , অজয় জসওয়াল ও বিনোদ বাসফোর।

এইবিষয় তৃণমূল যুব নেতা কমল অধিকারী সরাসরি অভিযোগ করেন যে বিজেপি কর্মী সুদীপ্ত দাসের নির্দেশেই তার সাগরেদরা রাজু কে রাস্তা থেকে তুলে  নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।

তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আবেদন রাখেন প্রসাশনের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − = 68