হালিশহরের “বলাকা শিশু মহল” প্রতিবারের মতো এবার ও নিজের প্যান্ডেলের থিম থেকে নজর কেড়েছিলো গোটা এলাকার।
এবারে তাদের থীম ছিলো “মাত্রীরীণ” মানে মায়ের রীণ যা কখনো সোধ করা যায় না। তা দর্শন করতে হাজারে হাজারে মানুষ এসে উপস্থিত হয়েছিলেন দুর দুরন্ত থেকেও।
এমন কি এই মন্ডপে একাদশী তে ও ভীড় দেখা যায় মানুষের।
আর প্রতি বারের মতো এবার ও তারা বিজয়া সম্মেলনে রইলেন প্রথম সারিতে। গতকাল ১১ই অক্টোবর তারা স্থানীয় মানুষদের সাথে নিয়ে সারলেন “বিজয়া সম্মেলন”। ঐদিন আমন্ত্রিত দের জন্য মেনু তে ছিলো আলু বিরিয়ানি, আলুরদম, স্যালাড এবং জিলাপি।
প্রায় ২৫০০ জন শামিল হন এই অনুষ্ঠানে।