“বুলবুলির” সতর্ক বার্তা সংবাদদাতা : তন্ময় দাস…. বুলবুল ঝড় আসতে চলেছে এই রাজ্য জুড়ে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪পরগনা র জেলা গুলি কে সতর্ক করতে বলা হয়েছে যাতে আচমকা যে কোনো দুর্যোগের মোকাবিলা করা যেতে পারে ।মুখ্যমন্ত্রী র কথা মেনে সকাল থেকে হওয়া লাগাতার বৃষ্টি র মধ্যে দেখা যাচ্ছে কাউন্সিলর ও পৌঢ়প্রধান দের উপস্থিতি।তৈরী হচ্ছে একশন প্লান।নির্দেশ জারি করা হচ্ছে সারা রাজ্যে ,প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে মানুষ কে সঠিক ঠিকানায় স্থানান্তর করা যেতে পারে এলাকার স্কুল গুলো কে সর্তর্ক করা হয়েছে ।