ভাষানের ব্যাবস্থা নিরীক্ষণ করলেন নগরপাল

0
572

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা, কার্তিক সাহা/ হালিশহর/১০ অক্টোবর:

পুজোর আগে থেকেই পুরো ব্যাবস্থা নিরীক্ষণ করতে দেখা গিয়েছিল নগরপাল মনোজ ভার্মা কে।  তিনী বাংলার সর্বোপরি উৎসব দুর্গাপুজোর যাতে শুষ্ঠ ভাবে কাটে তার জন্য যথেষ্ট প্রয়াসরত ছিলেন নগরপাল।

আর আজ ১০ অক্টোবর, রয়েছে সমস্ত এলাকার প্রতিমা বিসর্জন। সমাগম হবে প্রচুর মানুষের। তাই গতকাল পুরো ব্যাবস্থার নিরীক্ষণ করে গেলেন স্বয়ং নগরপাল মনোজ ভার্মা সঙ্গে ছিলেন ডিসি অজয় ঠাকুর এবং বীজপুর আই সি কৃষ্ণেন্দু ঘোষ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

42 + = 43