হালিশহরের পর হাজিনগরে শুট আউট

0
1893

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা / নৈহাটি / ৯ অক্টোবর:

মাঁ কে বিদাই দিয়ে পর পর দু দিন লাগাতার দুটি শুটআউটের ঘটনা ঘটলো।

গতকাল বিজপুরে ঘটনা ঘটলে ও, আজ ঘটেছে নৈহাটি থানার গরিফা আউটপোস্ট অন্তর্ভুক্তে।

ঘটনা টির বিষয় হোলো পুরোনো আপসী রঞ্জিষ।

এবিষয় জানা গিয়েছে যে হালিশহর ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা অমর তেওয়ারী ও তার দুই ছেলে কে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে হেনস্তা করতো এলাকার এক দুষ্কৃতি বিহারী ও তার সঙ্গী  রা।

অমর বাবুর স্ত্রী  কিরন তেওয়ারী জানান যে আজ রাত প্রায় ১০:২০ নাগাদ বিহারী নামের ওই দুষ্কৃতি দলবল নিয়ে এসে আমার ও আমার ছেলেদের উপর হাত তোলে এবং আমার স্বামী বাধা দিতেই তাকে গুলি করে পালিয়ে যায়।

উনার ছেলে (ছোটু)  যানায়: যে ‘বিহারী দলবল নিয়ে আজ বিকেলে থেকেই পাড়ায় ঘোরা ফেরা করছিলো এবং আমাদের বিষয় খোজ খবর ও করে। পরিস্থিতি বুঝে আমি গরিফা আউট পোষ্টে অভিযোগ করে যাই, সেখানে ও তার সাগরেত গণেষ তাদের নজরদারি চালায় এবং থানা থেকে ফিরলেই বিহারী নিজের সাগরেত আমোদ ও অন্যান্যদের নিয়ে চড়াও হয় আমাদের উপরে এবং আমার উপরে গুলি চালায় যা  মাঝ খানে থাকাতে আমার বাবা কে গুলি লেগে যায়। ‘

যানা গিয়েছে অমর বাবু কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় যেখানে রাত ১১:৪০ নাগাদ উনার মৃত্যু হয়।

অন্য দিকে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সকৃয় হয় পুলিশ এবং আটক করে কয়েকজন দুষ্কৃতি ও অভিযুক্ত দের ও।

উপস্থিত হন ডিসি অজয় ঠাকোর,  উনি আমাদের জানান: ‘ গতকাল হালিশহর ও আজ নৈহাটির এই ঘটনা কে তারা গম্ভীর ভাবে দেখছেন ও দুষ্কৃতীদের কোনো ভাবে প্রভাব বাড়াতে দেউয়া হবে না। তবে গতকালের ও আজকের দুই ঘটনা তে কোনো রকম আপসী সংযোগ নেই এবং আজকের ঘটনা অনেক আগের আপসী বচসার যেরে ঘটেছে এবং আমরা বিষয় খুঁতিয়ে দেখছি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

97 − = 87