হালিশহরে নাকি ডোবা ভরাট হয় না, ভাগ ২..

0
473

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা / তন্ময় দাস / হালিশহর/  ৩রা নভেম্বর: হালিশহর ৪নং ওয়ার্ড ঘোষ পাড়া রোডের উপর শ্রী চৈতন্যডোবার সান্নিধ্যে অবস্থিত ডোবা বা জলাশয়কে ভরাট করে হতে চলেছে ফ্লাট নির্মাণের কাজ। কিছুদিন আগে এইখানে ডোবাটি ভরাট করার সময় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং অভিযোগ জানানো হয়েছিল পৌরসভায়। তার পর বেশ কিছুদিন সমস্ত ব্যাপারটি স্থগিত ছিল কিন্তু হঠাৎ করে দুর্গাপুজোর সময় দেখা যায়  রাতারাতি সেখানে ব্যানার লাগিয়ে দেওয়া হয় বহুতল নির্মাণ করার পরিকল্পনায়।

হালিশহরে নাকি ডোবা ভরাট হয় না, ভাগ ২.. 1
হালিশহর পৌরসভা

কিন্তু প্রশ্ন উঠছে, যে কি ভাবে হালিশহর পৌরসভা এই ডোবা ভরাটের জমিতে বহুতল নির্মাণের প্লান পাশ করে বা অনুমতি দেয়। মনে করা হচ্ছে যে প্রথমে উক্ত সাইনবোর্ডটি লাগিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাইছে প্রমোটাররা ।

তবা এলাকার প্রতিবেশী রা সরাসরি মুখ না খুললেও দ্বারস্থ হচ্ছেন সংবাদ মাধ্যমের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

59 − 56 =