11/12/2019, BJKM, Barrackpore জেলার পক্ষ থেকে ডেপুটেশান

0
610

সংবাদদাতা : রাজীব গুপ্তা ,   তারিখ 11/12/2019, BJKM, Barrackpore জেলার পক্ষ থেকে ডেপুটেশান দিলাম, মামুদপুরে অবস্থিত ADA office এ । আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিনিধি হিসাবে BJKM ব্যারকপুর জেলার সভাপতি Debarshi Ranjon Khan এর সাথে BJKM এর রাজ্য সাধারন সম্পাদক শ্রী নিপুল ব্যাপারী, BJP Barrackpore জেলার সাধারন সম্পাদক শ্রী বিনোদ শর্মা, BJKM Barrackpore জেলার নেতা অভিজিৎ বিশ্বাস, প্রসেনজিৎ সাহা, জ্যোতির্ময় ভট্টাচার্য্য, N.C.Sharma, Bijoy Jaiswal, Bijoy Das, Goutam Ghosh, Sachindra Mohan Dey,
Bhaskar Das , Krishna Prasad Kharwar, ভাই অমিত সহ বহু কার্য্যকর্তা । সব সময়ের জন্য
পাশে সহযোগী রুপে পেয়েছি ঐ মন্ডলের মন্ডল সভাপতি ভাই নারায়নকে । আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাকে । অত্যান্ত সৌহার্দপূর্ন পরিবেশে সদর্থক আলোচনা হল । ডেপুটেশান দিতে এসেছিলাম মোট 42 জন । বলা যেতেই পারে , একটা সফল ডেপুটেশান কর্মসূচী । অংশগ্রহনকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
—- Debarshi Ranjon Khan, President, BJKM,
Barrackpore org. district.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =